সংবাদ শিরোনাম

চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন   |   জাতীয়

চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

গত ২৬ জুলাই ২০২৫ তারিখে ÔThe Daily CampusÕ পত্রিকায় প্রকাশিত ‘৫শ টাকা ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুরবাড়িতে, জরুরি বিভাগেই রোগীর মৃত্যু’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিএমএফ জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু ঘটে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য রংপুর বিভাগের পরিচালক (স¦াস্থ্য) কে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি-গঠন করেছে স¦াস্থ্য অধিদপ্তর। কমিটির অন্য সদস্যরা হলেন লালমনিরহাটের সিভিল সার্জন এবং রংপুরের ডেপুটি সিভিল সার্জন।

উক্ত তদন্ত কমিটিকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ডা. কালিপদ সরকার-কে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি, বরিশাল এ বদলি করা হয়েছে।