জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে। ঐতিহাসিক জুলাই অভ্যূত্থানের মাধ্যমে বৈষম্যহীন, শোষনমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজ আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।
উপদেষ্টা আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ঢাকাসহ ৬৪ জেলা-উপজেলায় ভার্চুয়ালি লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা দুর্বল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে সকল ত্রুটিবিচ্যুতি দূর করে বৈজ্ঞানিক উপায়ে প্রাপ্য ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না। আমাদের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয়, এগুলো হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, তাদের সুরক্ষার বর্ম।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং জুলাই কন্যা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
#
রফিকুল/মেহেদী/সায়েম/খায়ের/ফেরদৌস/কনক/শামীম/২০২৫/২০২০ঘণ্টা
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে। ঐতিহাসিক জুলাই অভ্যূত্থানের মাধ্যমে বৈষম্যহীন, শোষনমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজ আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।
উপদেষ্টা আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ঢাকাসহ ৬৪ জেলা-উপজেলায় ভার্চুয়ালি লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা দুর্বল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে সকল ত্রুটিবিচ্যুতি দূর করে বৈজ্ঞানিক উপায়ে প্রাপ্য ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না। আমাদের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয়, এগুলো হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, তাদের সুরক্ষার বর্ম।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং জুলাই কন্যা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।