চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

চলতি বছরের ৩১ জানুয়ারিতে সম্পাদিত জি টু জি চুক্তিরআওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন
আতপ চাল নিয়ে mv MARIAM জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।