সংবাদ শিরোনাম

বই বিক্রির হিসাব জানাল বাংলা একাডেমি

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন   |   জাতীয়

বই বিক্রির হিসাব জানাল বাংলা একাডেমি

বই মেলা শেষ হওয়ার চার দিন পর মোট বই বিক্রির হিসাব জানালো বাংলা একাডেমি।  বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান।

এর মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তাবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হবে বলে মনে করছে বাংলা একাডেমি।

আজ সন্ধ্যায় বইমেলা কমিটির সদস্য সচিব সরকার আমিনের সই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মোট বইবিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন।