আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

ঢাকার অদূরে আশুলিয়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দগ্ধদের মধ্যে শোয়াইদ
ইবনে তাহমিদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টায় তার মৃত্যু
হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক
চিকিৎসক শাওন বিন রহমান এতথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আগুনে তার শরীরের ২৭ শতাংশ
পুড়ে গিয়েছিল।
শোয়াইদ ইবনে তাহমিদের মৃত্যুতে তার পরিবারের তিনজন মারা গেলেন। তার তিন মাস
বয়সী বোন সুমাইয়াও ওইদিনের আগুনে দগ্ধ হয়েছিল। পরিবারের সেই কেবল এখন বেঁচে রয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি
বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ হয়।