ডেইরি ফার্মে অস্ত্র ঠেকিয়ে গরু লুট, থানায় মামলা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ‘মাশাফি ডেইরি ফার্ম’ নামের একটি গরুর খামারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চারটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী খামারি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কাজিপুর থানায় মামলা করেন খামার মালিক আবু সাইদ শাপলু। এর আগে রোববার দিবাগত গভীর রাতে ডাকাতির এই ঘটনা ঘটে।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত মেসার্স মাশাফি ডেইরি ফার্মে শাহিয়াল ও ফিজিয়ান জাতের ২৪ টি গরু ছিলো। রোববার দিবাগত রাতে ১০-১২ জনের ডাকাত দল খামারের বেঁড়া কেটে ভেতরে ঢুকে পড়ে। এসময় সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ঘটনা টের পেয়ে ফার্মের নিরাপত্তা কর্মী বাবু বাঁধা দিলে তার গলায় ছুরি ধরে রাখে ডাকাতরা। এসময় খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি ফার্মের মালিক আবু সাইদ কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার মামলা নেয় পুলিশ।আবু সাইদ শাপলু বলেন, সিসি ক্যামেরা ভাঙার আগ পর্যন্ত ফুটেজ রয়েছে। ডাকাত দল আসার ভিডিও রয়েছে। এসব পুলিশকে দেখানো হয়েছে। আশা করি পুলিশ সব উদ্ধার করতে পারবে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।