অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভারে অভিযান

ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল সাভারের কোন্ডা এবং বলিয়ারপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালানো হয়, যেখানে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এর মাধ্যমে রিয়াদ এন্টারপ্রাইজ, নামবিহীন মশার কয়েল কারখানা, শরীফ কেমিক্যাল ওয়ার্কস এবং এন এম আর এন্টারপ্রাইজ নামক চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, একটি অবৈধ আবাসিক সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে মাসিক আনুমানিক ৩ লাখ ৬৬ হাজার ৪৭২ টাকার গ্যাস চুরি হচ্ছিল, যা এ অভিযানের মাধ্যমে রোধ করা হয়। অভিযান চলাকালীন দু’টি পৃথক মামলায় সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।