ডাকসু ভোটে সাংবাদিকদের কাজ ও বিশ্রামের জন্য ক্যাফেটেরিয়ায় বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দিন সকাল থেকেই ক্যাম্পাসে উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। তাদের জন্য কাজ ও বিশ্রামের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু ক্যাফেটেরিয়ায় একটি অস্থায়ী মিডিয়া সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে সাংবাদিকরা ক্যাফেটেরিয়ার নির্ধারিত অংশ ব্যবহার করতে পারবেন। এখানে বসে তারা সংবাদ লিখতে, ছবি পাঠাতে ও সম্প্রচারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। তবে কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছে, এই মিডিয়া সেন্টার কেবল সংবাদকর্মীদের কর্মপরিসর হিসেবেই ব্যবহৃত হবে। আলাদা করে কোনো মিডিয়া টক শো, লাইভ অনুষ্ঠান বা বিনোদনমূলক আয়োজন এখানে করার অনুমতি থাকবে না।
মিডিয়া সেন্টারে বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সুবিধা, পর্যাপ্ত আলো ও বসার জায়গা রাখা হচ্ছে। যাতে সাংবাদিকরা নিরবচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচনী কভারেজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকরা যেন মিডিয়া সেন্টারকে পেশাগত কাজে ব্যবহার করেন এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলেন। ক্যাফেটেরিয়ার ভেতরে কোনো প্রচারণা বা দলীয় কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বাস করে, দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সাংবাদিকরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন।
আগামী ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন প্রস্তুতির শেষ পর্যায়ে। ভোট গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষকদের অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনের দিন ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও পর্যবেক্ষকরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ এসব তথ্য জানান