সংবাদ শিরোনাম

বাংলাদেশ দূতাবাস রোমে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্‌যাপিত

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বাংলাদেশ দূতাবাস রোমে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্‌যাপিত

রোম (ইতালি), ৫ সেপ্টেম্বর: 

বাংলাদেশ দূতাবাস রোমে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য সহকারে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)  উদ্‌যাপন করা হয়েছে। আজ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)  উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। অংশগ্রহণকারীগণ পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর তাৎপর্য ও মহানবি (সাঃ)-এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবি (সা.)-এর আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মহানবি (সা.)-এর জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়। তিনি মহানবি (সা.)-এর মহান জীবনীর ওপর আলোকপাত করার সময় ‘মদিনা সনদ’, ‘হুদায়বিয়ার সন্ধি’, ‘মক্কা বিজয়’, এবং ‘বিদায় হজ্ব’ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবি (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তাঁর জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান। 

শেষে, দেশ, জাতি তথা মুসলিম উম্মাহ’র শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।