উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্যাপন

তাসখন্দ (উজবেকিস্তান), (৫ সেপ্টেম্বর):
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্যাপন করেছে। আজ তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটির উদ্যাপন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ আমন্ত্রিত একাধিক অতিথি মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, অনুপম আদর্শ, সুমহান শিক্ষা এবং সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, দয়া ও ভালোবাসার উপর আলোচনা করেন। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও নির্দেশনাসমূহ সুচারুপে পরিচালনার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে বলে বক্তাগণ উল্লেখ করেন। ভ্রাতৃত্বপূর্ণ, সহনশীল, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে মহানবি (সা.)-এর চিরসুন্দর শিক্ষা ও কর্মসমূহ সর্বকালের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় বলে তাদের আলোচনায় তুলে ধরেন।
আলোচনা সভা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এছাড়া দেশ, জাতি ও সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
উজবেকিস্তানের তাসখন্দে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামিক চিন্তাবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।