সংবাদ শিরোনাম

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন   |   জাতীয়

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ

ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট):

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা স্বত্ত নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নকশা প্রণয়ন করে; যা ভূমির মালিকানা স্বত্ত নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সিনিয়র সচিব আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কনফারেন্স হলে ‘জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসারগণের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র বির্নিমাণের জন্য ভূমি রেকর্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হয়েছে। ভূমি জরিপে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে খতিয়ান মুদ্রণ, নকশা মুদ্রণ ও নকশা প্রস্তুতকরণ চলছে। তিনি আরো বলেন, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করবে। 

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূম সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সিনিয়র সচিব সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরিয়া সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরীসহ পরিকল্পনা মন্ত্রণালয়, ইআরডি ও এনবিআরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।