সংবাদ শিরোনাম

বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের অভিযোগের তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন   |   জাতীয়

বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের উৎকোচ গ্রহণের অভিযোগের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর): 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ নৌপরিবহন মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে।

উক্ত কমিটি অর্থ লেনদেনের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। 

উল্লেখ্য, গতকাল নৌপরিবহন উপদেষ্টার নির্দেশে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুর রহিম ও উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃক গতকাল পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।