সংবাদ শিরোনাম

দুর্যোগ ব্যবস্থাপনায় ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন   |   জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে  - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) প্রতিষ্ঠা করা হবে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের (Yao Wen) সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।    

এনসিওসি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে চীনের সাথে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ করে জরুরি দুর্যোগ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসামগ্রী সংরক্ষণ ও সরবরাহের জন্য চট্টগ্রাম ও সিলেটে আরো দুটি আঞ্চলিক এনইওসি কাম গুদামঘর নির্মাণের বিষয়ে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। 

উপদেষ্টা ফারুক ই আজম চীনের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। এসময় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা  বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। 

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, চীন দূতাবাসের প্রথম সচিব Ge Xiaofeng এবং তৃতীয় সচিব Bai Zhaxi সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।