উপদেষ্টা ও কুটনৈতিকদের প্রীতি ফুটবল ম্যাচ
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক:
সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও মজবুত করতে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হলো উপদেষ্টা ও কূটনীতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া এই খেলায় ৩–০ ব্যবধানে জয় পায় কূটনৈতিকদের দল।
বিকেল পাঁচটায় ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে প্রবেশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যান্য উপদেষ্টারা। লাল জার্সিতে মাঠে নামেন উপদেষ্টারা, অন্যদিকে নীল জার্সিতে খেলেন বিদেশি কূটনীতিকরা।
খেলা শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “এর আগে আমরা কূটনীতিকদের বিপক্ষে জিতেছিলাম, এবার তারা জয় পেয়েছে। আমরা ম্যাচটিকে বেশ হালকাভাবে নিয়েছিলাম, অনুশীলনের সুযোগও পাইনি। ডিসেম্বর মাসে তৃতীয় ম্যাচের পরিকল্পনা আছে।”
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এটি মূলত বন্ধুত্ব ও সম্পর্ক দৃঢ় করার একটি প্রীতি ম্যাচ। অফিসের বাইরে শারীরিক অনুশীলন এবং সৌহার্দ্য বাড়াতেই আমরা খেলি। আগেরবার কূটনীতিকরা হেরেছিল, এবার তারা বেশ সিরিয়াস ছিল বলেই জয় পেয়েছে।”