জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিশাল র্যালি
জেলা প্রতিনিধি নজরুল ইসলাম :
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ঢাকা ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতিঐ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়।
দিবসটির সুবর্ণজয়ন্তী তথা ৫০ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই রাজধানীতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলটি নয়া পল্টন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে সৈনিক-জনতার ঐক্যের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত হয়েছিল।”
র্যালি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।