বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা ও উপজেলা বিএনপি পৃথকভাবে বিভিন্ন কর্মস‚চির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
ভোলাহাট উপজেলা বিএনপির উদ্যোগে মহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছেন। তাঁর আদর্শ ও কর্মপথ অনুসরণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।