সংবাদ শিরোনাম

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন   |   জেলার খবর

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

খুলনা ব্যুরো :

বাগেরহাটের রামপালে তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।৭ নভেম্বর শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর একই এলাকায় বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হন।নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান ।