যশোর সীমান্তে বিজিবির অভিযান অবৈধ মালামাল উদ্ধার
খুলনা ব্যুরো প্রধান :
৬ নভেম্বর বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, শালচাদর, চকলেট, খাদ্য সামগ্রী, ফুসকা এবং কসমেটিক্সসহ অবৈ*ধ মালামাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২,৭৯,৪৭০/- (দুই লক্ষ ঊনআশি হাজার চারশত সত্তর) টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্তে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে চোরাচালান কার্যক্রম বন্ধ করা যায়।